রাণীশংকৈল উপজেলার প্রাণকেন্দ্র কাতিহার উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে তিন রাস্তার মোড় পর্যন্ত প্রায় দুই’শ মিটার সড়কে খানা-খন্দে ভরা অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে যান চলাচলে বিঘ্নতা ঘটে। পথচারীদের ভোগান্তি পৌঁছায় চরমে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দু’পাশে দোকান-পাট থাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, রাস্তার পিচ উঠে খানা-খন্দকের সৃষ্টি হয়েছে, রাস্তায় জলাবদ্ধতার কারণে চলাচলে বেগ পেতে হচ্ছে ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চালকদের। পানি নিষ্কাশনের কোনো নালা নেই। সড়কে বৃষ্টির পানি জমে রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি আর কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হন অনেক পথচারী। রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবি এলাকাবাসীর।
কাতিহার বাজার এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তান সহ কয়েকজন বলেন, সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেওয়ায় ইট ও পিচ ওঠে খানা-খন্দের সৃষ্টির হয়েছে । তবে তাদের অভিযোগ এ সড়কটি পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সড়কে জলাবদ্ধতা নিষ্কাশন সহ কোন প্রকার সংস্কারের ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে যানবাহন সহ হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
রাণীশংকৈল উপজেলা প্রকৌশলী(এলজিইডি) আনিসুর রহমান বলেন, ‘রাস্তাটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে জিওবি মেনটেনেন্স খাতে বরাদ্দ হয়েছে। আরসিসি ঢালাইয়ের কাজের জন্য টেন্ডার প্রসেসিং এ রয়েছে। ঠিকাদার নির্বাচিত হলেই কাজ শুরু করা হবে’।
আপনার মতামত লিখুন :