ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় ২৫০টি পরিবারের ১ হাজার জনের অধিক খ্রিস্টান ধর্মাবলম্বী অত্যন্ত আনন্দ-উৎসাহের মধ্যদিয়ে বড়দিন উদযাপন করেছেন। বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার রাঙাটুঙ্গি গ্রামে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনের দৃশ্য দেখা যায়।
বাংলাদেশ খ্রিস্টান এ্যাসোসিয়েশন রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি গোপাল মরমূ সুগা বলেন, বড়দিনের আগের রাত, অর্থাৎ ২৪ ডিসেম্বরকে ‘ক্রিসমাস ইভ’ বলা হয়। এদিন থেকেই শুরু হয় আনন্দঘন মুহূর্ত ২৫ ডিসেম্বর গীর্জাগুলোতে বিশেষ প্রার্থনা ও সঙ্গীতের আয়োজন করা হয়। মানুষজন গীর্জায় সমবেত হয়ে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রার্থনা করেন। গীর্জা, ঘরবাড়ি ও বিভিন্ন স্থান আলোকসজ্জায় সাজানো হয়।
তিনি আরও বলেন, রাণীশংকৈল উপজেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি। আনন্দ ঘন ভাবে বড়দিনে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, উপজেলার প্রতিটি গির্জায় উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে বড়দিন পালন করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে রানীশংকৈল থানার পুলিশ সদস্যরা প্রতিটি গির্জায় টহল জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :