ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে কোটি টাকার হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৭:৫৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে কোটি টাকার হেরোইন উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ডালিম বাড়িয়ার একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। গত সোমবার রাত ১০টির দিকে আলিনগর-ডালিমবাড়িয়া এলাকা থেকে হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব জানতে পারে মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বহনের সম্ভাব্য রুটগুলোয় নজরদারী বাড়ায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কারবারী তার কাছে থাকা মাদক ফেলে পালিয়ে যায়। পরে ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত মাদক চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!