ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০২:০৬ পিএম

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি: সংগৃহীত

লাইনচ্যুত বগি উদ্ধার শেষে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা নাগাদ বগি উদ্ধার করায় এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে, সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে সাড়ে ৬ টার দিকে বেলপুকুর রেলগেটে পৌঁছালে চার নম্বর বগি লাইনচ্যুত হয়।

রেল বিভাগ জানিয়েছে, এদিন সকালে ১১টা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে। পথে বেলপুকুর এলাকায় আসলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।

আরবি/জেআই

Link copied!