টাঙ্গাইলের গোপালপুরে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি উপলক্ষ্যে ‘প্রবাসী অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেসন প্রোগ্রাম আয়োজনে এ দিবসটি পাালিত হয়।
দিনের শুরুতেই উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্শেদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. মশিউল ইসলাম খান, সমাজ সেবা কর্মকর্তা মো. এখলাস উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পরিসংখ্যান কর্মকর্তা আ. আলীম, ব্র্যাকের গোপালপুর শাখার প্রোগ্রাম অর্গানাইজেশন অফিসার তৃষ্ণা রানী দাস ও প্রবাসী সেলিনা বেগম প্রমখ।
আপনার মতামত লিখুন :