পটুয়াখালীর কলাপাড়ায় অর্থের অভাবে পায়ে হেটে পত্রিকা বিক্রি করেন মাত্র তের বছর বয়সী জিহাদ রানা। পিতার মৃত্যু ও মায়ের অন্যত্র বিবাহ হওয়ায় অসহায় হয়ে পরেন ধুলাসার ইউনিয়নের বউলতলী গ্রামের এ ছোট্ট ছেলে রানা। এরপর নিজের আয়ের পথ নিজে বেচে নেয় রানা। শুরু করেন হকারের কাজ। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অর্থের, অনেক কষ্ট করে একহাজার টাকা যোগাড় করে বরিশাল আলম বুক স্টল এজেন্সি থেকে পত্রিকা এনে নিজের ভাগ্য নিজে পরিবর্তনের চেষ্টা চালান হকার রানা।
শুরু করেন প্রতিদিন শহরের দোকান, অফিস, বাসাবাড়িতে হেঁটে হেঁটে পত্রিকা বিক্রি করার কাজ। একসময়ে সব জায়গায় পায়ে হেঁটে সঠিক সময়ে পাঠকের কাছে পত্রিকা পৌছানো রানার পক্ষে অসম্ভব হয়ে পড়ায় পত্রিকা বিক্রি অনেক কমে যায় রানার। নিজের আয়ের পথ বাচিয়ে রাখতে প্রয়োজন একটি বাইসাইকেল। যা যোগাড় করা দরিদ্র রানার পক্ষে কোন ভাবে সম্ভবনা।
হকার রানার সাথে কথা বললে রানা বলেন, আমার কাছে কোন টাকা নাই। আমি কাজ করে খাই। দিনে একশো থেকে দেড়শো টাকা আয় হয় তা দিয়ে চলতে কষ্ট হয়। কেউ যদি একটি সাইকেল দিতো তা হলে আমার আয় আরও বাড়তো।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, আবেদন করলে আমরা পরবর্তীতে ওর জন্য কিছু করার চেষ্টা করবো।
আপনার মতামত লিখুন :