বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আয়ারল্যান্ড প্রবাসীর পিতা শাহজাহান হাওলাদারের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির সংঘটিত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত (২৭ ডিসেম্বর) আড়াই টার সময় ঐ শিক্ষকের ঘরের পিছনের কাঠের দরজা ভেঙে ডাকাতদল প্রবেশ করে। ডাকাতরা নগদ অর্থ ও স্বর্নালংকারসহ ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে গৃহকর্তা শিক্ষক শাহজাহান মিয়া দাবী করেন। ডাকাতি সংঘটিত করার সময় ডাকাতরা গৃহকর্তা শিক্ষক ও তার স্ত্রী রেহেনা বেগম (৫০) কে পিটিয়ে আহত করে।
গৃহকর্তা শিক্ষক শাহজাহান হাওলাদার জানান, শুক্রবার রাত অনুমানিক আড়াইটার দিকে তার বসত ঘরের পিছনের দরজা ভেঙ্গে মুখোশ পরিহিত ৫/৬ জন ডাকাত দলের সদস্য ঘরে প্রবেশ করে। ধাড়ালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ও তার স্ত্রীকে বেঁধে ঘরের আলমিরা ভেঙ্গে তার মধ্যে থাকা প্রায় ১০ ভরি স্বর্নালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়। ওই সময় বাঁধা দিলে ডাকাতরা আমাকে ও স্ত্রীকে মারধর করে। এই ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ডাকাতির বিষয় পুলিশের একাধিক টিম কাজ করছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :