ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

লালন শাহ‍‍`র তিরোধান দিবসে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৯:২৭ পিএম

লালন শাহ‍‍`র তিরোধান দিবসে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব

ছবি: রূপালী বাংলাদেশ

বাউল সম্রাট ফকির লালন শাহ‍‍`র ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী লালন মেলায়  নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অবস্থানে রয়েছে র‍্যাব। ১৭, ১৮ ও ১৯ অক্টোবর এই তিনদিন কুষ্টিয়ারকুমারখালীর ছেঁউড়িয়া অনুষ্ঠিত হবে লালন মেলা। এ মেলায় যে কোন ধরনের অপীতিকর ঘটনা এড়াতে র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের টিম সর্বদা প্রস্তুত থেকে নিয়মিত টহল দিচ্ছেন লালন মাজারের চারিদিকে।

র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে আলাদা আলাদাভাবে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানে কাজ করছে।

র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান,  লালন মেলায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেলায় আগে থেকেই র‍্যাবের টিম নিয়মিত টহল দিচ্ছে। মেলার তিনদিন মাজার মাঠের প্রধান গেইটে অস্থায়ীভাবে একটি ক্যাম্প স্থাপনা করে হবে। এছাড়াও মেলা চলাকালীন লালন মাজারের মধ্যে র‍্যাব টিম সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবে।

আরবি/জেডআর

Link copied!