সোমবার, ৩১ মার্চ, ২০২৫

মেহেরপুরের রেড ক্রিসেন্টের কম্বল উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৭:০৫ পিএম

মেহেরপুরের রেড ক্রিসেন্টের কম্বল উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-যুব প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগের বাড়ি থেকে বিপুল পরিমাণ কম্বল উদ্ধার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখা।

শুক্রবার দুপুরের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দল পুলিশ সাথে নিয়ে সোহাগের বাড়িতে অভিযান চালাই। এই সময় ১৮৯ পিস কম্বল উদ্ধার করা হয়।

মেহেরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কিন্তু আজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সোহাগের বাড়িতে অভিযান চালিয়েছি এবং বিপুল পরিমাণ কম্বল জব্দ করেছি।

কম্বলগুলো মেহেরপুর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তদন্ত অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে।


 

আরবি/জেডআর

Link copied!