ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

বিশ্ব ইজতেমা ময়দানের ১৪৪ ধারা প্রত্যাহার

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৮:৪৮ পিএম

বিশ্ব ইজতেমা ময়দানের ১৪৪ ধারা প্রত্যাহার

ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান।

ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার ব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ আজ (০২ জানুয়ারী) বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধি নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছিলো।

আরবি/জেডআর

Link copied!