ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

রংপুর ব্যুরো

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৮:৩৮ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

ড. মো. হাসিবুর রশীদ । ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেছেন। শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।
 

এর আগে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ৬ আগস্ট বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন-বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক  প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী। তারা তাদের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে মারা যান। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বেরোবি ভিসি পদত্যাগ করলেন।
 

আরবি/জেডআর

Link copied!