দীর্ঘ ১৭ বছর পর "৮ মিলে এক হবো" এ শ্লোগানে মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যায়তনের এসএসসি-২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পাঠশালা মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক রিয়াজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ।
বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সাবেক সহকারী প্রধান শিক্ষক সুবল চন্দ্র ঘোষ, সাবেক শিক্ষক আব্দুল মোস্তফা, সাবেক শিক্ষক হুমায়ুন কবির, হিমাংশ কুমার মজুমদার, সাবেক শিক্ষক রোশদুল হক, সাবেক শিক্ষিক খবিরুল আলম, নূর-আলম, জহিরুল ইসলাম, মনির হোসেন, ওয়ালিউল্লাহ, মোমেন মিয়া, সাবেক শিক্ষিকা কামরুন্নাহার, ডলিসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্তমান ও সাবেক শিক্ষকদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
স্মৃতিচারণ, কেক কাটা, আপ্যায়ন, কনসার্টসহ দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিলো অনুষ্ঠানটি। এতে অত্র বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের প্রায় ১২০+ শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অনুভুতি জানাতে গিয়ে বলেন, জীবনের সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি ছোটবেলায়। স্কুলজীবনকে ঘিরে আছে হাজারো স্মৃতি আর হাজারো গল্প। স্কুল জীবনের স্মৃতিময় দিনগুলোর দিকে যখন ফিরে তাকাই তখন আবেগপ্রবন হয়ে পড়ি। ইচ্ছে করে আবার চলে যাই সেই সেই সুন্দর সময়টাতে, যে সময়টাতে ছিলোনা কোন চাওয়া আর পাওয়া। এখন আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে অতীতের সবচেয়ে মধুর স্মৃতি কী? চোখ বন্ধ করে আমরা বলবো, “স্কুল জিবন”।
তারা আরও বলেন, শিক্ষকরাই জাতির মেরুদন্ড গড়ার প্রধান কারিগর । বিশ্ব নবী (সা.) পরিচয় দিতেন, "আমি তোমাদের শিক্ষক, আমার আদর্শ অনুসরণ করো, আমি শ্রেষ্ঠ প্রশিক্ষক" ৷
আপনাদের কাছে রাজা, প্রজা, ধনী,গরীব, আঁখিতে সমান, পাঠশালার ছাত্র সবাই, এটাই তো শিক্ষার অকাট্য প্রমাণ ৷ ভালবাসার বেত্রাঘাত, আমাদের অন্ধ হৃদয়ের মাহৌষধ, দূর করে মনের সংকীর্ণতা, জাগ্রত করে চেতনাবোধ ৷ আপনাদের জ্ঞানে জ্ঞানী আমরা, আপনাদের আলোর বিকিরণে ৷ তাই বন্ধুদের পাশাপাশি শিক্ষকদের নিয়ে আমাদের আজকের এ আয়োজন।
অনুষ্ঠানের আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এসএসসি-২০০৮ ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, চিন্ময় চন্দ্র ঘোষ, মাহমুদুল হাসান, জুনায়েদ শাওন, রুবেল মিয়া, ডালিম হোসাইন, হান্নান মিয়া পাখি, আহমেদ মুসা, সজিব হোসেন, নাজমুল ইসলাম বাপ্পি, হাসনাত।
আপনার মতামত লিখুন :