শিশুর ভুল চোখে চিকিৎসার অভিযোগে বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে তাকে ধানমন্ডি থানার এলিফেন্ট রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ১২ জানুয়ারি শিশুটির বাম চোখে সমস্যা থাকলেও ডা. শাহেদারা ভুলবশত তার ডান চোখে অপারেশন করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে তা কর্তব্যরত চিকিৎসককে জানান। এরপর শিশুটিকে পুনরায় অপারেশন থিয়েটারে নিয়ে আবারও সঠিক চোখে অপারেশন করা হয়।
এই ঘটনায় গত বুধবার রাতে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করবে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে।
এদিকে শিশুটির পরিবার সুষ্ঠু বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হবে বলে জানিয়েছে।
আপনার মতামত লিখুন :