ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

শরীয়তপুরে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৬:১৭ পিএম

শরীয়তপুরে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

ছবি: রূপালী বাংলাদেশ

শরীয়তপুর সরকারি কলেজের বিএনসিসি ক্যাডেট মারুফ আলমের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রধান সড়ক অবরোধ করে। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট চত্বরে এসে বিচারের দাবীতে মানববন্ধন করেন। এতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। এ সময় শরীয়তপুর পৌরসভার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে গতকাল বুধবার দুপুর ১ টার দিকে মারুফ তার বন্ধুদের সাথে কলেজ থেকে বাড়ি ফেরার পথে পানি উন্নয়ন বোর্ডের সামনে ২০ থেকে ২৫ জন দুষ্কৃতিকারীরা দলবদ্ধ হয়ে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে মারুফকে জখম করলে সাধারণ শিক্ষার্থীরা তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। পরে গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ সময় আসিফ খান নামের তার এক সহপাঠী বলেন, আমরা গতকাল থানায় মামলা করছি তবে এখনো কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। তাই আমরা এই আন্দোলন করতে বাধ্য হয়েছি।

এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহসান হাবীব কথা বলে, এবং আশ্বাস দেয় যতদ্রুত সম্ভব আসামিদের আইনের আওতায় আনা হবে। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেয়।

আরবি/জেডআর

Link copied!