ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৬:২৯ পিএম

পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউপির নয়াপাড়া মোছনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প সি-ব্লক এর এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত যুবক একই এলাকার মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ  জুবায়ের।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হ্নীলা মুছনী এলাকার পাঁচ টাংকির মোড় এলাকায় পাহাড়ি সন্ত্রাসীর গুলিতে গুলিবিদ্ধ হন নিহত জোবায়ের ,পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোহাম্মদ ইউসুফ জালাল গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার পর প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিল ঐ সময় পাহাড়ি সন্ত্রাসীরা আমার ভাইকে গুলি করে পালিয়ে যায়, পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তসল্লী বিনতে ফয়েজী জানান, সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়, সে হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় এক রোহিঙ্গা যুবক গুলিতে নিহতের খবর পেয়েছি, রহস্য উদঘাটনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী আইননানুগ ব‍্যবস্থা গ্রহন করা হবে।

আরবি/জেডআর

Link copied!