ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

চন্দনাইশে অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৮:৪৫ পিএম

চন্দনাইশে অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা মৌলভী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

এ সময় চন্দনাইশ থানার একটি পুলিশের টিম ও ভূমি অফিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, নানা অনিয়মের কারণে ৪ দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যর নিয়ন্ত্রণ আইন, ২০০৫ আইনে ১৭ হাজার টাকা জরিমানা করেছে বলে নিশ্চিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরবি/জেডআর

Link copied!