ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ফেনীতে রূপালী বাংলাদেশ’র অভিষেক উৎসব পালিত

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৫:৩৮ পিএম

ফেনীতে রূপালী বাংলাদেশ’র অভিষেক উৎসব পালিত

ছবি : রূপালী বাংলাদেশ

দৈনিক রূপালী বাংলাদেশের অভিষেক উপলক্ষে ফেনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) বেলা ১১টায় জেলা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন, পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার  ও ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ফেনীর  পিবিআই পুলিশ সুপার জয়ীতা শিল্পী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদত হোসেন।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক রূপালী বাংলাদেশ ফেনী জেলা প্রতিনিধি আজিজ আল ফয়সাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি ইকবাল আলম, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি নজির আহমদ রতন, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি আরএম আরিফুর রহমান, দৈনিক ইনকিলাব‍‍`র জেলা প্রতিনিধি ওমর ফারুক, সাপ্তাহিক আলোকিত ফেনীর সাহিত্য সম্পাদক বকুল আক্তার দরিয়া ও আমার কাগজ‍‍`র জেলা প্রতিনিধি আলাউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ, দৈনিক যুগান্তর‍‍`র জেলা প্রতিনিধি জতন মজুমদার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ জাফর, মানবজমিন‍‍`র জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জেলা প্রতিনিধি সমির উদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,  ফ্যাসিবাদী সরকার বস্তুনিষ্ঠ সাংবাদ প্রকাশের বিরুদ্ধে ছিল। তারা সাংবাদিকদেরকে নানাভাবে চাপের মধ্যে রাখার চেষ্টা করেছিল। ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে ফ্যাসিবাদী সরকার পরাজিত হওয়ার পর সাংবাদিকদের সচেতনভাবে লেখার অনুকুল পরিবেশ তৈরি হয়েছে। নতুন বাংলাদেশ পুনর্গঠনে সচেতন নাগরিকের প্রয়োজনীয়তা অপরিার্য। সচেতন নাগরিক তৈরিতে সাংবাদিকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকরা যৌক্তিক সমালোচনার মাধ্যমে সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা রাখেন বক্তারা।

আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরবি/ এইচএম

Link copied!