ঢাকা শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ভারতে পালানোর সময় এস আলমের কর্মকর্তা আটক

মো. বাবুল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৯:৫৮ পিএম

ভারতে পালানোর সময় এস আলমের কর্মকর্তা আটক

আটক সুজন কান্তি। ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত পালানোর চেষ্টাকালে এস আলম গ্রুপকে অর্থপাচারে সহায়তা করার অভিযোগ থাকা সুজন কান্তি দে (৪৪) নামের এক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় আটক হয়েছেন। ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তাকে আটক করে।সুজন কান্তি চট্টগ্রামের আনোয়ারা থানার মালঘর গ্রামের সঞ্জিত কান্তি দে’র ছেলে। তিনি ২৩ বছর যাবৎ এস আলম গ্রুপে চাকরি করছেন।তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলা রয়েছে। তাকে ধরতে আনোয়ারা থানা পুলিশ রিকুইজিশন দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি মো. খায়রুল আলম।আটক সুজন এস আলম গ্রুপের সিনিয়র ডেলিভারি অফিসার।

এ বিষয়ে ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খায়রুল আলম বলেন, বিকেলে সুজন কান্তি দে ভারত যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। তার বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থপাচারের কাজে সহযোগিতা করার অভিযোগসহ আনোয়ারা থানায় মামলা রয়েছে।

আনোয়ারা থানা পুলিশের রিকুইজিশনের প্রেক্ষিতে সুজনের বহির্গমন রোধ করে তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা রয়েছে। তাকে নেওয়ার জন্য আনোয়ারা থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

আরবি/জেডআর

Link copied!