টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের দখল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ অনুসারী শীর্ষ আরো এক মুরব্বি জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় গণমাধ্যমে তথ্যটি জানান তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান।
মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান জানান, সাদ অনুসারীদের টঙ্গী হত্যাকান্ডের অন্যতম পরিকল্পনাকারী জিয়া বিন কাসেমকে চট্টগ্রাম জেলার ডবলমুরিং এলাকা থেকে শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) একজন মুরব্বি মামলা দায়ের করেছেন টঙ্গী পশ্চিম থানায়। গ্রেফতারকৃত জিয়া বিন কাসেম ওই মামলায় ৬ নং আসামী। বর্তমানে তাকে চট্টগ্রাম থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আমাদের থানা পুলিশ ও যৌথবাহিনী তাকে গ্রেফতার করেছে। এখনো আমাদের কাছে এসে পৌঁছেনি। না আসা পর্যন্ত কিছুই বলতে পারবো না। তবে আমাদের থানায় এসে পৌঁছানোর পর বিস্তারিত জানাবো।
আপনার মতামত লিখুন :