ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

রায়গঞ্জে টেন্ডার ছাড়াই বালু বিক্রির মহোৎসব

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৮:১৭ পিএম

রায়গঞ্জে টেন্ডার ছাড়াই বালু বিক্রির মহোৎসব

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পানি উন্নয়ন বোর্ড ও বালু উত্তোলন কারিদের যোগসাজশে চান্দাইকোনা ইউনিয়নের তবাড়িপাড়া গ্রামে ফুলজোর নদী থেকে ডেজার দিয়ে উত্তোলন কৃত বালু টেন্ডার ছাড়াই বিক্রির মিলন মেলা।

জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তবাড়িপাড়া  গ্রামে ফুলজোর নদী থেকে  নদী খনন প্রকল্পের মাধ্যমে ডেজার মেশিন বসিয়ে স্থানীয় মৃত লথিব খন্দকার এর পুত্র জিকু খন্দকার, দুলাল খন্দকার, জিল্লুর রহমান, জহির উদ্দিন সহ অনেকেই সরকারি বিধি লংঘন করে টেন্ডার ছাড়াই বালু বিক্রি করে আসছে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।

এবিষয়ে বালু বিক্রির সাথে জড়িত  জিকু খন্দকার  বলেন আমরা অনেক নির্যাতিত হয়েছি এখন সময় এসেছে তাই টেন্ডার ছাড়াই বালু বিক্রি করছি।

টেন্ডার ছাড়াই বালু বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন বিষয়টি আমি অবগত নয় তবে আপনাদের মাধ্যমে জানতে পরালাম বালু বিক্রিকারিদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/জেডআর

Link copied!