সিরাজগঞ্জের রায়গঞ্জে বেংনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনজুরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার সকালে (ঢাকা-বগুড়া) মহাসড়কের দাদপুর মায়ের আঁচল হোটেলের সামনে এ দূর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মতিউর রহমান জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর মায়ের আঁচল হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় নগরবাড়ী থেকে ছেড়ে আসা অঙ্গাত গাড়ীর ধাক্কায় নিহত হন মনজুরুল। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মুনজুরুল ইসলাম দাদপুর মহৎপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।
আপনার মতামত লিখুন :