ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০১:০২ এএম

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে জিহাদ নামের এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ স্কুল শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

দুপুরে সিরাজগঞ্জের ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় যমুনা নদীতে এঘটনায় ঘটে। নিখোঁজ শিক্ষার্থী জিহাদ সিরাজগঞ্জ পৌর এলাকার বাগানবাড়ী মহল্লার জুয়েল হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের হোসেনপুর বাগানবাড়ী এলাকার জুয়েল হোসেন এর পুত্র সবুজ কানন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী জিহাদসহ ৫/৬ জন ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসল করতে নামে। 

এসময় নদীর তীব্র স্রোতে জিহাদসহ ৩ জন ভেসে যায়। ২ জন কে স্থানীয়রা টেনে পাড়ে তুললেও পানিতে তলিয়ে যায় জিহাদ। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করে।

এছাড়া উদ্ধারের জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানান তিনি।

আরবি/জেডআর

Link copied!