বগুড়ার নন্দীগ্রামে বিয়ের চাপে বাবা-মায়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিথী খাতুন (১৪) নামের স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আগেরদিন সোমবার সন্ধ্যায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম এলাকায় আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত বিথী খাতুন ওই এলাকার বাদশা মিয়ার কন্যা। সে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার আগে কন্যার বিয়ে নিয়ে কথা বলে বাবা-মা। বিথী বিয়ে করতে রাজি ছিল না। এনিয়ে কথা-কাটাকাটির পর অভিমান করে সবার অজান্তে নিজ বাড়িতেই বিষপান করে বিথী। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিথীর মৃত্যু হয়। এ ব্যাপারে বগুড়া সদর থানায় ইউডি মামলা হবে।
আপনার মতামত লিখুন :