বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার রাজিহার ইউনিয়ন রাংতা গ্রামে বিয়ের আমন্ত্রণে যেতে না পারায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ওই ছাত্রীর নাম প্রিয়া বেপারী (১০)। সে উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের মঙ্গল বেপারীর মেয়ে। সে রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী।
এছাড়াও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার প্রিয়ার চাচা শ্রীভাষের বিয়ের অনুষ্ঠানে পিয়ার পরিবারের সবার দাওয়াত ছিল। প্রিয়ার বাবা মঙ্গল বেপারী ও মা বিচিত্রা বেপারী বিয়ের বরযাত্রী হিসেবে যান। প্রিয়া বরযাত্রী যাওয়ার জন্য পিতা ও মাতার কাছে বায়না ধরলেও তাকে নেয়নি। এ কারণে স্কুল ছাত্রী প্রিয়া বেপারী পিতা-মাতার উপর অভিমান করে বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। মুমূর্ষু অবস্থায় বাড়ির লোকজন প্রিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানায় ওসি (তদন্ত) সুশংকর জানান, থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. লিটন বলেন, প্রিয়া বেপারী আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির নিয়মিত ছাত্রী ছিল। তার মৃত্যুতে আমরা বিদ্যালয়ের সকলে মর্মাহত।
আপনার মতামত লিখুন :