ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

মৎস্য ঘেরে অসময়ে তরমুজ চাষে স্বাবলম্বী কৃষক

সৈয়দ পান্না, সাতক্ষীরা

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৪:৫৬ পিএম

মৎস্য ঘেরে অসময়ে তরমুজ চাষে স্বাবলম্বী কৃষক

ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা দেবহাটা উপজেলা চিংড়ির ঘেরের ভেড়িতে অসময়ে তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছে এক কৃষক। সরেজমিনে দেখা যায়, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের এক কৃষক তরমুজ চাষে করেছেন। এই চাষ করতে যেমন বাড়তি কোন জমি লাগছে না, লাগছে না কোন জমির হারি।

কৃষক গোলাম রব্বানী বলেন, আমি প্রতিবছর অসময়ের তরমুজ চাষ করে থাকি। আমি গত ৫ বছরের বেশি তরমুজ চাষের সাথে যুক্ত আছি। বিগত বছরের তুলনায় এই বছর তরমুজের ফলন অনেক ভালো হয়েছে। বর্তমান ৫০০ থেকে ৬০০ শত পিচ তরমুজ বিক্রির উপযোগী হয়েছে। প্রতিটা তরমুজ ৫ থেকে ৬ কেজি ওজনে হবে। দুই একদিনের ভিতরে যা বাজার জাত করা হবে।

বাজারে চাহিদা থাকায় প্রতিকেজি তরমুজ মূল্য ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত হবে বলে আশাবাদী। তিনি আরো বলেন, চাষ করে বুঝলাম এটি একটি লাভ জনক ফসল খরচের তুলনায় ৩ ডাবল বিক্রি করা যায়।

দেবহাটা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী আলাউর রহমান সিদ্দিক বলেন, দেবহাটা উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কয়েক জন কৃষকের মাঝে ২টি প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে তরমুজের বীজ সরবরাহ করা হয়। তরমুজ প্রতি বিঘা জমিতে ১০০ গ্রাম থেকে ১শত ২০ গ্রাম বীজ রোপন করা যায়। এই অপসিজন তরমুজ বাজারে প্রতি কেজি ৭০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রয় করা যাবে। অনেক শিক্ষার্থীরাও পড়া- শুনার পাশাপাশি তাদের ঘেরের নিজস্ব জমিতে এই তরমুজের চাষে ঝুঁকছে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জলবায়ু পরিবর্তন জনিত কারনে কৃষকরা পরিবর্তন হচ্ছে। নতুন নতুন এই ধরনের ফসল চাষের মাধ্যমে আমাদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। আগামীতে উপজেলার কেষকদেরকে এই তরমুজ চাষের জন্য আরও পরামর্শ দেওয়া হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, সাতক্ষীরা দেবহাটা উপজেলায় এই তরমুজের ভালো ফলন হয়েছে আগামীতে আরো বৃহৎ আকারে  অসময়ে তরমুজ চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!