ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
হাসনাত আব্দুল্লাহ

৭২ এর মুজিববাদী সংবিধানের মাধ্যমেই সেলিম ও শামীম ওসমানের জন্ম হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৫:৩৭ পিএম

৭২ এর মুজিববাদী সংবিধানের মাধ্যমেই সেলিম ও শামীম ওসমানের জন্ম হয়েছে

ছবি: রূপালী বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৭২ এর মুজিব বাদী সংবিধান মাধ্যমেই সেলিম ওসমান আর শামীম ওসমানের জন্ম হয়েছে, হাসিনা থেকে খুনি হাসিনা বানিয়েছে। ৫ আগস্টে আমরা আমাদের আন্দোলন ও সহযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে হাসিনাকে পালাতে বাধ্য করেছি। ঐদিন থেকেই এই সংবিধানের উপযোগিতা ও প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়।  

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে কাঁচপুরে পথসভায় তিনি এ মন্তব্য করেন ৷ বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টে পর ভেবেছিলাম দেশের একটি বড় পরিবর্তন হবে কিন্তু কিছু হয় নি। এখনও খেটে খাওয়া মানুষের পরিবর্তন হয়নি, অটোচালক, সিএনজি চালকদের সাথে কথা বললে জানা যায় এখনো স্থানীয় চাঁদাবাজদের চাঁদা দিতে হয়। আমরা যে স্বপ্ন দেখেছিলাম দিন দিন তা হারিয়ে যাচ্ছে। তাই অতিশীঘ্রই আমাদের নাগরিকদের অধিকার নিশ্চিত করে ঘোষণা করতে হবে।  

রাজনৈতিক দলের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা  জানেন বিগত ১৫ বছর আ.লীগ যে শাসন ব্যবস্থা কায়েম করেছে তা হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের শাসন। এই আওয়ামী জাহিলিয়াতের সময় নারায়ণগঞ্জকে স্বীকৃত করেছে এটা নাকি সেলিম ওসমানের আর শামীম ওসমানের নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির মধ্যে প্রত্যেকটা মানুষের সমান হিস্যা রয়েছে। এ দেশ কোনো ব্যক্তি কিংবা কারো বাপের পৈতৃক সম্পত্তি না। যেসব রাজনৈতিক দল ব্লাংক চেকের মাধ্যমে আবার আ‍‍`লীগকে  রাজনীতিতে ফিরিয়ে আনবেন তাহলে তাদের বলতে চাই আমাদের ছাত্র-জনতার লাশের উপর দিয়ে আনতে হবে। ২৪ পরবর্তী বাংলাদেশে হয় ছাত্ররা থাকবে নয়তো আ‍‍`লীগ থাকবে।

তিনি পুলিশকে উদ্দেশ্যে করে বলেন, ফ্যাসিবাদী আমলের সকল পুলিশ এখনও বহাল। পুলিশ এখনো মামলা বানিজ্য অব্যাহত রেখেছে।

গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, শওকত আলী, তামিম আহমেদ, তুহিন মাহমুদ, শাকিল সাইফুল্লাহ, অনিক খান সিয়াম, জাহিদুল হক বাধন, ইমদাদুল হক নিক্সন প্রমুখ।

আরবি/জেডআর

Link copied!