চাঁদপুরের হাইমচরের মাঝিরচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে সাত জন খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১১ এর সদস্যরা।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় র্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থেকে ইরফান পালিয়ে বেড়াচ্ছিলেন। জাহাজ থেকে উদ্ধার করা রক্তমাখা চায়নিজ কুড়ালের ফিঙ্গার প্রিন্টসহ যাবতীয় তথ্য-উপাত্তের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। তিনিই ছিলেন জাহাজে থাকা নবম ব্যক্তি।
র্যাব কর্মকর্তা তারেক আরও বলেন, ইরফানকে আমরা বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করি। তাকে কুমিল্লা র্যাব-১১ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। দুপুর ১২টায় তাকে নিয়ে কুমিল্লা র্যাব কার্যালয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
আপনার মতামত লিখুন :