গাজীপুরের টঙ্গীতে একটি বেসরকারি হাসপাতালের এক্স-রে টেকনিশিয়ান সোহানুর রহমানের বিরুদ্ধে কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৬ নভেম্বর) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন কলেজগেট এলাকায় এশিয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় এশিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন কলেজ পড়ুয়া ঐ শিক্ষার্থী। তবে এবিষয়ে তারা থানায় কোনো অভিযোগ করেনি।
কলেজছাত্রী অভিযোগ করে বলেন, শারীরিক অসুস্থতা নিয়ে এক্স-রে করতে গেলে এক্স-রে করার পর পুনরায় এক্স-রে রুমে ডেকে এক্স-রে করে দেয়ার নাম করে গোপনাঙ্গে হাত দিয়ে তাকে যৌন হয়রানির চেষ্টা করে এক্স-রে টেকনিশিয়ান এবং বিভিন্ন কুপ্রস্তাবও দেয়। একপর্যায়ে কলেজছাত্রী হাসপাতাল থেকে বের হয়ে বাসায় জানায়।
জানা যায়, বুধবার সকালে মরিয়ম (ছদ্মনাম) এশিয়া জেনারেল হাসপাতালে পেট ব্যাথার জন্য এক্স-রে করাতে এশিয়া জেনারেল হাসপাতালে যায়। পরে তিনি এক্স-রে করে হাসপাতাল থেকে বের হয়ে যায়।
হাসপাতালের এক্স-রে টেকনিশিয়ান পুনরায় তাকে ডেকে এক্স-রে রুমে নিয়ে যায়। সেসময় তার ব্যক্তিগত মোবাইল নাম্বার চায় এবং রাতে হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করতে বলে। শুধু তাই নয়, সেসময় তার কারো সাথে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা এসব বিষয়ে জানতে চায়। পরে পুনরায় আরেকটি এক্স-রে করতে হবে জানিয়ে তার গোপনাঙ্গে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে।
এসময় কলেজছাত্রী এক্স-রে টেকনিশিয়ানকে জানায় যে যদি এমন কিছু করা প্রয়োজন হয় তাহলে সে ডাক্তার দেখাবে না এবং এক্স-রেও করাবে না। তখন অভিযুক্ত এক্স-রে টেকনিশিয়ান ভুক্তভোগী কলেজছাত্রীকে বিভিন্ন কুপ্রস্তাব দেয়।
এবিষয়ে এক্স-রে টেকনিশিয়ান সোহানুর রহমান জানান, এ রকম কোনো ঘটনা ঘটেনি। সম্পূর্ণ অভিযোগ মিথ্যে।
এবিষয়ে এশিয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইদ মোল্লা ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি।
আপনার মতামত লিখুন :