ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

কলমাকান্দায় রাস্তা বেহাল দশায় জনদুর্ভোগ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৪:৪৪ পিএম

কলমাকান্দায় রাস্তা বেহাল দশায় জনদুর্ভোগ

ছবি: রূপালী বাংলাদেশ

কলমাকান্দার লেংগুড়া একটি পর্যটন এলাকা। সেইসাথে মুক্তিযোদ্ধের স্মৃতি জড়ানো ফুলবাড়ী সাত শহিদের মাজার সবারই পরিচিত ভারতের  সীমান্ত ঘেষা সাত শহিদের মাজার এবং মমিনের টিলা থেকে গনেশ্বরী নদী, পাহাড়  দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত হতে পর্যটকরা ছুটে আসে কিন্তু লেংগুড়া হতে ফুলবাড়ী বাজার হয়ে সাত শহিদ মাজার পর্যন্ত যে প্রধান রাস্তাটি রয়েছে সেটির অবস্থা বর্তমানে খুবই নাজেহাল। সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তাটির প্রায় বেশী অংশ পিচ উঠে গেছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করার কারণে রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়েছে যে কারণে এই জনবহুল রাস্তায় যানচলাচলের ঝুকি রয়েছে।

এলাকায় ঘুরতে আসা পর্যটক এবং স্থানীয় জনগণের সাথে কথা হলে তারা বলেছেন রাস্তা খারাপ থাকার কারণে এই এলাকায় পর্যটক আসা কমতে শুরু করেছে।

স্থানীয়রা আরো বলেন, সামনে আবার বর্ষা মৌসুম এই সময় এই রাস্তায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

সেই সাথে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের জন্য এই রাস্তা দিয়ে চলাচল কষ্টকর হয়ে পড়েছে এবং যানবাহন দিয়ে চলাচল করা জীবনের ঝুঁকি রয়েছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান  সাইদুর রহমান ভূঁইয়া বলেন, আমাদের লেংগুড়া থেকে সাত শহিদ মাজার পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেটির অবস্থা বর্তমানে খুবই খারাপ, অনেকদিন যাবৎ সংস্কার না করার কারণে রাস্তার পিচ উঠে গেছে এবং গর্ত হয়েছে, এখানে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা খুবই ভোগান্তির মাঝে রয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করা প্রয়োজন বিষয়টি এলজিইডি অফিসে জানানো হয়েছে।

এ বিষয়ে কথা হয় কলমাকান্দা  এলজিইডির নির্বাহী প্রকৌশলী মমিনুল ইসলাম সঙ্গে। তিনি বলেন, সড়কটি সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেই সাথে সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে

আরবি/জেডআর

Link copied!