২০০৩ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটির নেতারা স্টেডিয়াম নিজেদের সম্পত্তি ভাবতেন। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সেই স্টেডিয়ামেই শুরু হচ্ছে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে আগামী ১০ নভেম্বর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮টি জেলা অংশগ্রহণ করবে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে বগুড়ার স্টেডিয়াম পরিদর্শন করেন ঢাকা থেকে আসা প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। এর আগে ঢাকার প্রতিনিধি দলের সঙ্গে জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় করেন নেতারা।
এদিন শহীদ চান্দু স্টেডিয়ামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, ঢাকা উত্তরা স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন, বাংলাদেশ বয়েজ ক্লাবের ক্রিকেট চেয়ারম্যান জিয়াউর রহমান তপু, কো-আপ সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
এ সময় জেলা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী চাঁন, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন, মোরশেদ মিল্টন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
আয়োজন কমিটি জানায়, টুর্নামেন্ট দুটি দলে ভাগ করা হয়েছে। একটি লাল দল ও অপরটি সবুজ দল। খেলায় অংশগ্রহণ করবেন পেশাদার ও অপেশাদারসহ সকল ক্রিকেটাররা। টিমে দল নির্ধারণ করবেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
আপনার মতামত লিখুন :