এবারের এইচ এস সি পরীক্ষায় জিপিএ- ৪.৮৩ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শেখ শাহরিয়ার বিন মতিন। তার চাচা আব্দুল মোতালেব
বিষয়টি নিশ্চিত করে বলেন আমার ভাতিজা শাহরিয়ার ৪.৮৩ পেয়ে এবারের এইচএসসি পরীক্ষায় পাস করেছে।
শাহরিয়ার বিন মতিনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মতিন। পরিবারের দুই সন্তানের মধ্যে
শাহরিয়ার ছিলেন বড়। তিনি ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সারমিন সাত্তার বলেন, আমরাও শহীদ শাহরিয়ারের ফলাফল দেখেছি। শুনেছি তার পরিবারের লোকজন ওমরাহ করতে সৌদি
আরবে গিয়েছিলেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ঢাকার মিরপুরে ১০ নম্বরের গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন। তার ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ছেদ
করে বেরিয়ে যায়।
আপনার মতামত লিখুন :