আগামীকাল থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ইতিমধ্যে লালমনিরহাটে প্রতিমা তৈরির কাজ শেষ করেছে প্রতিমা কারিগররা। সেই সাথে শিল্পীর তুলির নিপূন ছোঁয়ায় প্রতিমায় রং রাঙ্গানো ও অন্যান্য আনুষাঙ্গিক কাজও শেষ হয়েছে।
ষষ্ঠী পূজার মাধ্যমে আগামীকাল বুধবার (৯ অক্টোবর) আনুষ্ঠানিক ভাবে শুরু হবে দূর্গাপূজা এবং আগামী রোববার (১৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় পূজার সমাপ্তি ঘটবে। আনন্দঘন পরিবেশে সাড়ম্বরে পূজা উদযাপন করতে পারবেন বলে আশাবাদী পূজার আয়োজকেরা। এবারের দূর্গাপূজাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে প্রতিমায় শিল্পীর শৈল্পিক কারুকাজে মনোমুদ্ধকর করে সজ্জিত করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শস্য শ্যামল নদী পাহাড় বন ও সাগর ঘেরা পৃথিবীর লক্ষকোটি ভক্ত হৃদয়ের আহ্বানে ঐশ্বর্য্যদায়িনী, মহিষাসুরমর্দিনী, দূর্গতিনাশিনী, মাতৃরূপিনী জগৎজননী ‘মা` আসছেন মর্ত্যধামে। আর এজন্য লালমনিরহাটে হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসবের ধুম পড়েছে হিন্দু ধর্মালম্বীদের ঘরে ঘরে।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসন। আর পূজারিরা, পূজা আয়োজক ও পূজা উদযাপন কমিটির নেতারা বলছেন, আনন্দ ও উৎসব মুখর পরিবেশে এবার সার্বজনীন এই মহোৎসব অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে লালমনিরহাটে এবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন তারা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও সর্ব বৃহৎ এই ধর্মীয় উৎসব উপলক্ষে লালমনিরহাট জেলার ৫টি উপজেলা ও ২টি পৌরসভায় এবারে মোট ৪শত ৬১টি পূজা মন্ডবে দূর্গোৎসব চলবে। এরমধ্যে লালমনিরহাট সদর উপজেলা ও পৌরসভায় মোট ১শত ৫৮টি, আদিতমারী উপজেলায় মোট ১শত ১০টি, কালীগঞ্জ উপজেলায় ৭১টি, হাতীবান্ধা উপজেলায় ৯৩টি ও পাটগ্রাম উপজেলা ও পৌরসভায় মোট ২৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরকারি নির্দেশনা মেনে এ বছর লালমনিরহাট জেলায় শারদীয় দূর্গা পূজাকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আমাদের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) এইচ এম রকিব হায়দার জানান, দুর্গাপূজা উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলায় এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশসহ ব্যাপক প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে। ধর্ম যার যার হলেও উৎসব সবার। তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় থাকছে এবার দুর্গা উৎসবে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য থাকবে। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিজিবি ও র্যাবের টহল জোরদার করা হবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :