আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১ ঘন্টা ১০ মিনিট পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৪ টা ২০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ৩ টা ১০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২ টি বড় ফেরি দিয়ে চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। কপোতাক্ষ ফেরি ৪ টা ২০ মিনিট এ শরীয়তপুর ফেরিঘাটে থেকে হরিণা ফেরিঘাটের উদ্দেশ্য ছাড়া হলো।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় দানা উপকূল অঞ্চলে আঘাত হানায় কর্তৃপক্ষের নির্দেশে ৩ টা ১০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে সাময়িক ভাবে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
আপনার মতামত লিখুন :