শরীয়তপুর পৌরসভার রাজগঞ্জ খালটি দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবাহ ফেরানোর জন্য জেলা প্রশাসন ও শরীয়তপুর পৌরসভার যৌথ উদ্যোগে খাল খনন কার্যক্রম শুরু করেছে। খননের সময় কোন অবৈধ স্থাপনা পরলে তাও উচ্ছেদ করা হবে বলে জানান কর্তৃপক্ষ।
রবিবার (২৪ নভেম্বর) সকালে প্রবাহ ফেরানোর কাজ শুরু হয়েছে। এরআগে এ ধরেনের উদ্যোগ কেউ নেয়নি বলে জানান স্থানীয়রা।
শরীয়তপুর পৌরসভা সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভার কীর্তিনাশা নদী থেকে রাজগঞ্জ ব্রিজের কাছ পর্যন্ত খালটি ২ কিলোমিটার বয়ে গেছে। এই খাল দিয়ে পৌর শহরের পানি নেমে যেত। কিন্তু পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে হোটেল, বিভিন্ন ধরনের দোকানসহ বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলে স্তূপ করে রেখেছে লোকজন। এতে পানিপ্রবাহ বন্ধসহ দূর্গন্ধ ছড়ায়। বেড়েছে মশার উৎপাত। সে জন্য খাল খনন উদ্যোগ নেয়া হয়েছে।
স্থানীয় সাকিল বলেন, এই খাল দিয়ে এক সময় নৌকা চলাচল করতো। এখন দূষণের কারণে মশা-মাছির উপদ্রব বেড়েছে। ডেঙ্গুর মতো বিভিন্ন রোগ ছড়াচ্ছে। প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই দ্রুত খালটি সচল করা হোক।
শরীয়তপুর পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা বলেন, শরীয়তপুর পৌরসভায় যে খালগুলো প্রবাহমান ছিল বর্তমানে বিভিন্ন প্রতিবন্ধকতায় বন্ধ হয়ে গেছে। সেগুলো পুনরায় আমরা সচল করার উদ্যোগ গ্রহণ করেছি। আজ থেকে রাজগঞ্জ খালটি খনন প্রক্রিয়া শুরু হয়েছে যা কীর্তিনাশা নদীতে কানেক্ট করবে। খালটি সচল করতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা পড়লে তা অপসারণ করা হবে।
আপনার মতামত লিখুন :