ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

শেরপুর হাইও‌য়ে ক‌্যাম্প প‌রিদর্শন কর‌লেন পু‌লিশ সুপার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ১২:১৬ এএম

শেরপুর হাইও‌য়ে ক‌্যাম্প প‌রিদর্শন কর‌লেন পু‌লিশ সুপার

ছবি: রূপালী বাংলাদেশ

হাইও‌য়ে পু‌লিশ বগুড় রি‌জিয়নের শেরপুর হাইও‌য়ে ক‌্যাম্প প‌রিদর্শন করেছেন পু‌লিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ। বুধবার (৪ ডিসেম্বর) বি‌কেল ৩টায় ক‌্যাম্প প‌রিদর্শন ও থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে  মতবিনিময় করেন তি‌নি।

এদিন ক‌্যাম্প পরিদর্শ‌নের শুরু‌তে পু‌লিশ সুপারকে ফু‌ল দিয়ে শুভেচ্ছা জানান ক‌্যা‌ম্পের উপ-প‌রিদর্শক (এসআই) মো. নুর হো‌সেন। প‌রে ক‌্যা‌ম্পের ইনচার্জ পু‌লিশ প‌রিদর্শক মো. আজিজুল ইসলা‌মের নেতৃ‌ত্বে একটি চৌকস দল পু‌লিশ সুপারকে সালামী প্রদান করেন।

মতবিনিময়কা‌লে পু‌লিশ সুপার মো. শহিদ উল্লাহ থানার অফিসার ও ফো‌র্সের আবেদনসহ অন্যান্য সমস্যার কথা শোনেন এবং সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এবং হাইওয়ে পুলিশের সুনাম পুনরুদ্ধারসহ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার বিষ‌য়ে দিকনির্দেশনা দেন। শেরপুর হাইও‌য়ে পু‌লি‌শের কার্যক্রমে স‌ন্তোষ প্রকাশ ক‌রে ভা‌লোভা‌বে কাজ করার পরামর্শ দেন তি‌নি।

এসময় হাইও‌য়ে পু‌লিশের বগুড়া রি‌জিয়নের ‌অতিরিক্ত পু‌লিশ সুপার আব্দুল কাদের জিলানী, সহকারী পু‌লিশ সুপার আলী আহমেদ হাশমী প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

 

আরবি/ এইচএম

Link copied!