ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় এক দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
জানা গেছে, শনিবার ২১ ডিসেম্বর ভোর ৩টার দিকে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের ২’শ গজ দক্ষিণে পোল্ট্রি ফিড ও ভেটেরিনারি ঔষধের দোকান। মেসার্স আর্মি ট্রেডার্সে চুরির ঘটনা ঘটে।
এ ব্যাপারে আর্মি ট্রেডার্সে স্বত্বাধিকারী অব. আর্মি আনোয়ারুল ইসলাম বলেন, চোরের দল তার দোকানের তালা ভেঙ্গে ঔষধ ও ৯০টি ফিডের বস্তা। ট্রাকে লোড করে নিয়ে যায়। এর ভিডিও দোকানে থাকা সিসি ক্যমেরায় রেকর্ড হয়। তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে ।
দোকানের সিসি ক্যামেরায় দেখা যায়, এদিন ভোর ৩টায় চোরের দল ১টি ট্রাক নিয়ে এসে দোকানের তালা ভেঙে, দোকান থাকা ৯০টি পোল্ট্রি ফিডের বস্তাসহ ভেটেরিনারি ঔষধ ট্রাকে লোড করে। ঠাকুরগাঁও মহাসড়কের দিকে পালিয়ে যায়। এ চুরি সংঘটিত হওয়ার ব্যবসায়ী মহলের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মু. আরসেদুল ইসলাম বলেন, ঘটনার দিন ওই এলাকায় পুলিশের টহলদল ছিল। তবে এ রকম ঘটনা তাদের নজরে আসেনি। থানায় এ ব্যাপারে একটি অভিযোগ জমা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :