মাঠে আসার আগেই পাঠকনন্দিত ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রূপালী বাংলাদেশ বগুড়ার পাঠকের হাতে পৌঁছালো। উদ্বোধনী সংখ্যার দিনকে স্মরনীয় রাখতে আনুষ্ঠানিক ভাবে পত্রিকার প্রকাশনা উৎসবে মেতেছেন সাংবাদিকরা।
রোববার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের সাতমাথা মুক্ত মঞ্চের সামনে থেকে রূপালী বাংলাদেশ বগুড়া প্রতিনিধি নজরুল ইসলাম দয়া`র ব্যবস্থাপনায় র্যালি বের হয়। তবে আয়োজনে ছিল ব্যতিক্রম। গণমাধ্যমের এই উৎসব বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা এলাকার উন্মুক্তস্থানে নেওয়ায় সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
র্যালি শেষে মুক্ত মঞ্চে রূপালী বাংলাদেশ উদ্বোধনী সংখ্যার কেক কাটেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
এসময় উপস্থিত ছিলেন-দৈনিক ইনকিলাব আঞ্চলিক প্রধান মহসিন আলী রাজু, রাইজিং বিডির এনাম আহমেদ, দৈনিক ইত্তেফাকের বিমু রহমান, সাংবাদিক সাদিকুর রহমান লিটন, আব্দুল ওয়াহেদ ফকির, রাজিবুল ইসলাম রক্তিম, রূপালী বাংলাদেশ দুপচাঁচিয়া প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির, শাজাহানপুর প্রতিনিধি মহিউদ্দিন, সারিয়াকান্দি প্রতিনিধি সুমন কুমার সাহা, কাহালু প্রতিনিধি শাহাবুদ্দীন, সাংবাদিক তাহেরা জামান লিপি, রাশেদুল ইসলাম রাশেদ, রাজিব আহমেদ, আজাদুর রহমান, রাসেল সরকার আকাশ, মতলুবার রহমান, তানসেন আলী মন্টু, রাসেল মাহমুদ, হাফছা পারভীন, মিডিয়া কর্মী জিহাদ হিরো, ওয়াহিদুর রহমান রবি প্রমুখ।
আপনার মতামত লিখুন :