চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৬ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সাঈদের সাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল ওয়ারিশকে অতিরিক্ত ডিআইজি নৌপুলিশ, আবদুল মান্নান মিয়াকে অতিরিক্ত ডিআইজি রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত, মাসুদ আহাম্মদকে অতিরিক্ত ডিআইজি রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত,
সিএমপির উপপুলিশ কমিশনার মোসা.সাদিরা খাতুনকে পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, এন এম নাছির উদ্দিনকে উপপুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, মঞ্জুর মোর্শেদকে পুলিশ সুপার নৌপুলিশে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমানকে অতিরিক্ত ডিআইজি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয় ও নেত্রকোনার কমান্ড্যান্ট (এসপি) ইনসার্ভিস ট্রেনিং জান্নাত আফরোজাকে উপপুলিশ কমিশনার সিএমপিতে বদলি করা হয়।
আপনার মতামত লিখুন :