ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

বানিয়াচংয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৯:৩৯ পিএম

বানিয়াচংয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

আলহাজ গোলাম আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের ৫টি গ্রামের ২ শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতরণ উদ্বোধন করেন আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রাক্তণ অতিরিক্ত সচিব মো. দবিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্যরা।

আলহাজ গোলাম আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর  নানা সমাজকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে।

উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে বৃক্ষরোপন কর্মসূচি, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ, গরীব মানুষের জন্য কোরবানী কার্যক্রম, অতি দরিদ্র মানুষের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণ এবং যাকাতের টাকা ও পোশাক বিতরণ, প্রভৃতি।

আরবি/জেডআর

Link copied!