ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

আমন-ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৪:৫৭ পিএম

আমন-ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ছবি: রূপালী বাংলাদেশ

চলতি আমন মৌসুমে রংপরের তারাগঞ্জ উপজেলায় ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকুলে থাকায় উপজেলার ৫ ইউনিয়নের কৃষকরা ধান কাটা মারাইয়ের কাজে ব্যাস্ত সময় পার করছেন।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১০,২৪০ হেক্টর। আবাদ হয়েছে ১০,২২০হেক্টর জমিতে। উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ৩২,৫৩২ মেট্রিক টন।

কৃষক জাহিদ ইসলাম বলেন, চলতি বছরে আবহাওয়া অনুকুলে থাকায় এবং রোগ বালাই কম হওয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করছি ধানের মূল্য ভালো পেলে পরবর্তীতে আরো বেশি জমিতে আমন ধান চাষাবাদ করবো।

কুর্শা জিগাতলা গ্রামের কৃষক নুরুজ্জামান বলেন, আমি এ বছর ২০ বিঘা জমিতে আমন ধানের চাষাবাদ করেছি। কৃষি অফিসের সঠিক পরামর্শে আমার জমিতে অধিক ফলন হয়েছে। সরকার যে ধানের মূল্য নির্ধারণ করেছেন সেই মূল্যে ধান বিক্রি করতে পারলে আমরা লাভবান হব।

তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী বলেন, চলতি আমন মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সরকারিভাবে কৃষি অফিস থেকে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সঠিক সময়ে সঠিক পরার্মশ দেওয়ায় কৃষকরা কাঙ্খিত ফলন পেয়েছেন।

আরবি/জেডআর

Link copied!