ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

লালকালীগঞ্জে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সোহাগ গ্রেপ্তার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ১০:৩০ পিএম

লালকালীগঞ্জে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সোহাগ গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সোহাগ মিয়াকে (২৬) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানী ঢাকার আশুলিয়া থানার টংগাবাড়ী এলাকা থেকে র‍্যাবের যৌথ টিম তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সোহাগ মিয়া কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার মমিন আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেপ্তার সোহাগ মিয়া গত ৬ অক্টোবর রাত ৯টার দিকে প্রতিবেশী এক তরুণীকে (২২) তার চাচার বাড়ির পাশ থেকে অপহরণ করে নিজের মাছের প্রজেক্টে নিয়ে যান। সেখানে একটি ঘরে তরুণীকে ধর্ষণ করে এবং দুইজন সহযোগীসহ মেয়েটিকে তার বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। পরে মেয়েটি বাড়িতে সব খুলে বললে তাকে প্রাথমিক চিকিৎসা দেন স্থানীয় চিকিৎসক। এ ঘটনায় ধর্ষক সোহাগ মিয়াকে প্রধান করে অজ্ঞাত দুই সহযোগীর নামে পরদিন কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন নির্যাতিত ওই মেয়েটির পরিবার।

ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকেন অভিযুক্ত সোহাগ মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আশুলিয়া থানার টংগাবাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব ৪ এবং ১৩। পরে বুধবার সকালে গ্রেপ্তার সোহাগ মিয়াকে কালীগঞ্জ থানায় সোপর্দ করে র‍্যাব।

আরবি/জেডআর

Link copied!