বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
বিজেপি নেতার মিথ্যাচার

বেনাপোলে ছাত্র সমাজের সার্বভৌমত্বের পদযাত্রা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৮:৪৩ পিএম

বেনাপোলে ছাত্র সমাজের সার্বভৌমত্বের পদযাত্রা

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উগ্রবাদী আচারণ, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার ও বিভ্রান্তিকর গুজব ছড়ানোর প্রতিবাদে যশোরের বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে ব্যান্ডদল সহকারে বিভিন্ন ব্যানার ও প্লে­কার্ড নিয়ে শিক্ষার্থীরা পদযাত্রা করে  ভারতের পেট্রাপোল সীমান্তের দিকে রওনা দেন। তবে বেনাপোল সীমান্তের ২০০ গজ দূরে বড়আঁচড়া মোড়ে বিজিবি ও পুলিশ তাদেরকে আর এগিয়ে না যাওয়ার আহবান জানান।

চেকপোষ্টের গাতিপাড়া সড়কের তিন রাস্তার মোড়ে সড়কের ওপর বসে পড়ে প্রতিবাদ জানান তারা। এসময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা ধরণের শ্লোগন দেন ছাত্ররা। প্রায় এক ঘন্টা তারা অবস্থান করেন।

পদযাত্রা থেকে নেতৃবৃন্দ বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বদাই সার্বভৌমত্ব বজায় রয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়াসহ কিছু মানুষ নানাভাবে মিথ্যাচার করে দু‘দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। বাংলাদেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খিস্টান সকলে ভাই ভাই। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। তাই কোনো উস্কানিতেই দুই দেশের সম্পর্কের ফাটল ধরানো যাবে না।

পদযাত্রায় নেতৃত্ব দেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান, যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তিসহ অন্যান্য নেতৃবৃন্দরা। সমাবেশে শত শত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

আরবি/ এইচএম

Link copied!