ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

চাকু মেরে যমুনা গ্যাসের ১০ লাখ টাকা ছিনতাই

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৮:০৩ পিএম

চাকু মেরে যমুনা গ্যাসের ১০ লাখ টাকা ছিনতাই

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়া শহরে প্রকাশ্য দিবালোকে যমুনা গ্যাস পরিবেশক (ডিস্ট্রিবিউটর) ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনী বটতলা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। দূর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত তারেক মাহমুদকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের মালগ্রাম চাপড়পাড়ার আলী আজমের ছেলে। 

জানা গেছে, ছুরিকাঘাতে আহত ব্যক্তি কলোনী এলাকার মালিয়া এন্টারপ্রাইজের (যমুনা গ্যাস পরিবেশক) ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তিনি সকালে বাসা থেকে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার জন্য বের হন। পথিমধ্যে একদল দূর্বৃত্ত এসে তার পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। আহত ব্যক্তির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহত ব্যক্তির অবস্থা গুরুতর। তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরবি/জেডআর

Link copied!