মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির পালন করা হয়েছে। শ্রীমঙ্গল সরকারি কলেজের রোভার স্কাউটের নেতৃত্বে কয়েকটি দলে ভাগ হয়ে পৌরসভার সামনে থেকে শুরু করে কলেজ রোড, চৌমুহনা ও স্টেশন রোড পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। প্রায় শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহন করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ত্যাগের পর বিজয় মিছিল হয় শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে। এসময় শ্রীমঙ্গল থানাসহ ভাঙচুর করা হয় বিভিন্ন স্থাপনা। এরপর থেকে ছড়িয়ে–ছিটিয়ে পড়েছিল ভাঙা কাঁচের টুকরো। সাথে ছিল ছোটো–বড় অসংখ্য ইটের টুকরো। এসব পরিষ্কার করতে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
নাঈম হাসান নামের এক কলেজ শিক্ষার্থী বলেন, উপজেলা শহরটি আমাদের। শহরকে আমরা সুন্দর করে সাজাবো। যাদের উপর শহর সুন্দর রাখার দায়িত্ব ছিল তারা পালিয়ে গেছে। তাই আমাদের বসে থাকার সুযোগ নেই।
চৌমুহনা এলাকায় দেখা হয় এক সাধারণ জনতার সাথে। তিনি বলেন, শহরে এ মুহূর্তে ট্রাফিক পুলিশ নেই। সড়কে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। তাই আমরা সাধারণ মানুষ দায়িত্ব পালন করছি।
ইশতিয়াক মুহিন নামের এক শিক্ষার্থী বলেন, আমরা স্বেচ্ছায় পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ করছি। শহরবাসীকে একটা সুন্দর ও পরিচ্ছন্ন শহর উপহার দিতে চাই।
ছাত্র-জনতার এমন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। একইসঙ্গে তাদের প্রশংসা করেন সবাই।
আপনার মতামত লিখুন :