মানিকগঞ্জ: মানিকগঞ্জে দুর্নীতিবাজ, স্বৈরাচার, অবৈধভাবে দলীয় মনোনীত ও অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অর্থ আত্মসাৎসহ নানা অপকর্মে জড়িত জাগীর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের পদত্যাগের ১ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৫ আগস্ট) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় অবস্থিত জাগীর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান শিক্ষকের পদত্যাগের ১ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের দাবি, নানা অত্যাচার, দুর্নীতি সহ বিভিন্ন অপকর্ম সাথে জড়িত প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরোও জানান, প্রধান শিক্ষক একজন দুর্নীতিবাজ। রাতের আধারে বিদ্যালয়ে সংরক্ষিত বই খাতা বিক্রি করে নিজের পকেট ভারি করেছে। প্রধান শিক্ষকের কাছে কোনো দরখাস্ত নিয়ে গেলে সেটায় স্বাক্ষর না করে আমাদের পড়া মুখস্ত বলতে বলে, না পারলে বেত্রাঘাত সহ নানা ভাবে অত্যাচার করে। ক্লাস টিচারের অনুমতি নিয়ে পানি খেতে বের হলে তিনি (প্রধান শিক্ষক) আমাদের শাস্তি প্রদান করেন। প্রধান শিক্ষকের নির্দেশে কেরানি দ্বারা আমাদের ক্লাশ নেয় এবং আমাদের কোন অপরাধ না থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের গায়ে হাত তোলেন কেরানি।
এসময় শিক্ষার্থীরা, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন দুর্নীতির বিষয়গুলো তুলে ধরেন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
এবিষয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা বলেন, এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী বলেন, আমি ইতিমধ্যেই প্রধান শিক্ষককে অবগত করেছি । এটি একটি আইনগত বিষয় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :