গাজীপুরের শ্রীপুরে সড়কে আইনশৃঙ্খলা বাহিনী না থাকায়, বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ(৭ আগস্ট) বুধবার সকাল থেকে উপজেলার মাওনা চৌরাস্তার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের সড়ক গুলোতে পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকতে দেখা যায় শিক্ষার্থীদের।
এসময় উপজেলার মাওনা চৌরাস্তা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের ময়লা বর্জ্য পরিস্কারে কাজ করেছে শিক্ষার্থীরা দলবেঁধে। কেউ কেউ হাতে ঝাড়ু নিয়ে সড়ক পরিস্কার করছেন। কেউ কেউ ময়লা বস্তায় ভর্তি করে সড়কের একপাশে রাখছেন। কেউ কেউ বেলচা দিয়ে ময়লা বর্জ্য জমা করছেন। এ সময় রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছ। শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক সচেতন মানুষ। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করছেন সর্বস্তরের জনগণ।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে রাস্তাঘাটের ময়লা-বর্জ্য পরিস্কারে নেমেছি। এর পাশাপাশি রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা চাই আমাদের এ কাজ দেখে সবাই যার যায় জায়গা থেকে এগিয়ে আসুক। একটি সুন্দর পরিচ্ছন্ন সোনার বাংলা গড়ে উঠুক।
আপনার মতামত লিখুন :