ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা।
গতকাল রাত সাড়ে ১০টায় শহরের শহীদ মিনারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের জিরো পয়েন্ট ও বড় মসজিদ প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্ট এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে উঠে। তারা একে অপরের সাথে আনন্দ উচ্ছ্বাস করতে দেখা যায়।
মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। শেষে তারা পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
তারা জানান, ৫ দফার মধ্যে এক দফা বাস্তবায়ন করা হয়েছে। বাকি ৪ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং মুজিব বাদ বন্ধ করার জন্য আমাদের আন্দোলন চলবে।
আপনার মতামত লিখুন :