ফেনী সরকারি কলেজে লেজুড়বৃত্তিক রাজনৈতিক ও বহিরাগত অনুপ্রবেশ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরের দিকে কলেজ আঙ্গিনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ অডিটোরিয়াম থেকে শুরু করে প্রশাসনিক ভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ফেনী সরকারি কলেজ শিক্ষার্থী মহায়মিন তাজিম, আবু ছুফিয়ান সিরাজুল হক প্রমূখ।
এছাড়াও মিছিলে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, ফেনী সরকারি কলেজ রাজনৈতিক মুক্ত চাই। আওয়ামী লীগ সরকারসহ অন্যান্য সরকারের আমলে শুনেছি এবং বিগত সরকার আমলে সাধারণ শিক্ষার্থীদের ক্লাস থেকে জোরপূর্বক ভাবে তাদের কর্মসূচি স্বার্থক করতে নিয়ে যেতো। এখানে আমরা শিক্ষা ও জ্ঞান অর্জন করতে এসেছি রাজনৈতি করতে আসিনি। তাই কলেজে কোন রেজুড়ভিত্তিক রাজনৈতিক ও বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এতে করে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পড়া লেখার শৃঙ্খলা ফিরিয়ে আসবে ।
এ সময় তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষেকে মুখিক ভাবে বিষয়গুলো অবগত করেন। পরবর্তীতে লিখিত ভাবে প্রদান করা হবে বলে জানান তারা।
আপনার মতামত লিখুন :