বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৬:০৪ পিএম

নেত্রকোনায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৬:০৪ পিএম

নেত্রকোনায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবির সাজুর অপসারণের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রবিবার (১৮) আগস্ট দুপুরে দিকে বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবির সাজুকে প্রধান শিক্ষকের পদ থেকে অপসারণের দাবীতে বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভ চলাকালে প্রধান শিক্ষকের নানা অনিয়ম, দুনীর্তি ও ক্ষমতার অপব্যবহারের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী রাজিন আহমেদ, আবির হোসেন, মরিয়ম কবির, মাইশা লাবিবা লিয়া, লাবিবা ইবনাত শায়ানসহ আন্দোলনরত অন্যান্য শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে জেলা আওয়ামী লীগের নেতা হয়ে ক্ষমতার অপব্যবহার করে, ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সংগে দুর্ব্যাবহার, নিয়োগ বাণিজ্য, তার স্ত্রীকে অবৈধভাবে শিক্ষক নিয়োগ ও বিদ্যালয়ের জায়গায় বাণিজ্যিক মার্কেট নির্মাণ করে ব্যাবসায়ীদের সংগে গোপন চুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে। 

তিনি বিদ্যালয়ে নিয়মিত না আসায় এক দিকে প্রশাসনিক কার্যক্রম ব্যহত হচ্ছে, অপর দিকে বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। 

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুলের সাধারণ শিক্ষার্থীদের বাঁধা প্রধান এবং নানা ধরণের ভয় ভীতি প্রদর্শন করে শিক্ষকদের জোরপূর্বক ছাত্রদের বিরুদ্ধে মাঠে নামিয়েছিলেন।

স্বৈরাচারী সরকারের পতনের পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ দাবী করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কুশপুত্তলিকায় জুতার মালা পড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শামীমা ইয়াসমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, জেলা শিক্ষা কর্মকর্তা জোবায়ের সাঈদ আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে এসে তাদের দাবির ধাওয়ার কথা মনোযোগ সহকারে শুনেন এবং তাদের দাবির প্রতি সহমত পোষণ করে, প্রধান শিক্ষকের পদ থেকে সাজুকে অপসারণের জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহনে আশ্বাস প্রদান করেন।

শিক্ষার্থীদর দাবির প্রেক্ষিতে সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা করলে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে ক্লাশে ফিরে আাসে।

আরবি/জেডআর

Link copied!