বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৪:৫৮ পিএম

দুপচাঁচিয়া সিও অফিসের সামনে ওভারব্রিজ না থাকায় জনদুর্ভোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৪:৫৮ পিএম

দুপচাঁচিয়া সিও অফিসের সামনে ওভারব্রিজ না থাকায় জনদুর্ভোগ

ছবি: রূপালী বাংলাদেশ

দুপচাঁচিয়ায় সিও বাসস্ট্যান্ডে ওভারব্রীজ না থাকায় যানজটে জনদুর্ভোগের সৃষ্টি,প্রায় সময় দুর্ঘটনার ঘটছে । বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে দুপচাঁচিয়া উপজেলা ঘনবসতি ও ব্যবসা ব্যাণিজ্য এলাকা। বগুড়া নওগাঁ মহাসড়কের মাঝামাঝি দুপচাঁচিয়া উপজেলা অবস্থিত।

এই উপজেলার তিনটি বাসস্ট্যান্ড রয়েছে। প্রথমটি দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড দ্বিতীয়টি মেইল বাসস্ট্যান্ড ও অপরটি সিও অফিস বাসস্ট্যান্ড। সিও অফিস বাসস্ট্যান্ড অতি গুরুত্বপূর্ণ  চৌরাস্তার মোড় বলা হয়।পূর্বে-পশ্চিমে বগুড়া নঁওগা মহাসড়ক,উত্তরে আক্কেলপুর সড়ক,দক্ষিণে দুপচাঁচিয়া উপজেলা সদর হয়ে তালোড়া রেল স্টেশন সড়ক। দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে যত্রতত্র ভ্যানগাড়ি পার্কিং করার ফলে জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে। প্রতিদিন এই গুরুত্বপূর্ণ  মহাসড়কটির দিয়ে অসংখ্য যানবাহন, অটোভ্যান, সিএনজি চলাচল করে। মহাসড়কের ২ পাশ দিয়ে বিভিন্ন ধরনের অটো ভ্যানগাড়ি ও সিএনজি যত্রতত্র পার্কিং করে জনদুর্ভোগের সৃষ্টি  করে।

সিও অফিস বাসস্ট্যান্ড থেকে থানা বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের দুই পাশে আরসিসি ড্রেনের উপর দিয়ে ফুটপাতের রাস্তা হিসাবে জনগণের চলাচলের জন্য ব্যবস্থা রয়েছে। অনেক বার উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ থেকে ফুটপাতের রাস্তার ওপর ভ্রাম্যমান দোকানগুলো উচ্ছেদ করা হলে পুনরায় ভ্রাম্যমান দোকানগুলো নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করছে বলে দেখা যায়। এতে করে বিভিন্ন এলাকার জনগণ ও অসুস্থ রোগীর গাড়ী যানজটের বাঁধার সম্মুখীন হতে হয়। সিও অফিস বাসস্ট্যান্ড প্রতিদিন সকালে ভ্রাম্যমান দোকান ও যানজটের কারনে অফিসগামী চাকুরিজীবি ও জরুরী রোগী পরিবহনে যাওয়া-আসার ব্যাঘাত ঘটে।

সরজমিনে বাস স্ট্যান্ড এলাকার দোকানদার সুদোয় বসাক বলেন, প্রতিদিন সকালে ও বিকেলে যানজট ভয়াবহ আকার ধারণ করে। যানজটের কারণে ব্যবসা-বাণিজ্য ও দূরের জনগণের সময়ের ক্ষতি হয়।কয়েকজন পথচারী বলেন, সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ৪জন স্থানীয় ট্রাফিক হিসেবে কর্মরত রয়েছে । এদের মধ্যে দু‍‍`জন ট্রাফিক  মোসাদ্দেক আলী এবং স্বপন হাসান এর সংগে কথা বলে জানায়, ভ্যান গাড়ি ও সিএনজি চালকদেরকে ট্রাফিক আইন মেনে ও শৃঙ্খলা মুক্ত  করতে  নিয়মিত আমরা কাজ করছি।

ট্রাফিক মোসাদ্দেক আলী আরো জানায়, সিও অফিস বাস স্ট্যান্ড চৌরাস্তার মোড়ে একটি ওভারব্রিজ নির্মাণ করলে জনদুর্ভোগের হাত থেকে অনেক লাঘব হবে। জনস্বার্থের জন্য স্থানীয় প্রশাসনের এবং ঊর্ধ্বতন কর্মকর্তার পরিদর্শনে এসে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সিও অফিস বাসস্ট্যান্ডে একটি ওভার ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগের কষ্টের হাত থেকে সু-ব্যবস্থা গ্রহণ করবে বলে এলাকার সুধীজন ব্যক্তিরা মনে করেন। দুপচাঁচিয়া সিও অফিস বাসষ্ট্যান্ড এলাকায় যানজট ও জনদুর্ভোগ এর কারণে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে।

সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতের রাস্তার থেকে মহাসড়কের রাস্তার অর্ধেক অংশজুড়ে প্রতিদিনই বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকান বসে, এতে করে মহাসড়কের যানবাহনগুলো চলাচল করতে বড় সমস্যা। যানজট ও জনদুর্ভোগের কারণে অটো ভ্যানগাড়ি ও সিএনজি প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।

এর আগে বগুড়া নঁওগা মহাসড়ক দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এর যানজট ও জনদুর্ভোগ নিয়ে অনেকবার প্রতিবেদন করা হলে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এইসব চিত্র ও সমস্যা  নিয়ে দুপচাঁচিয়া নিরাপদ সড়কের সাধারণ সম্পাদক মতৌফিক আলমের সঙ্গে কথা বলি।

তিনি জানান, আমরা নিরাপদ সড়কের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির কাছে ১৪দফা দাবীর মধ্যে ওভারব্রীজ নির্মাণ করার প্রস্তাবের কথা বলেছি। নির্বাহী কর্মকর্তা আমাদেরকে আশ্বস্ত করে বলেছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দুপচাঁচিয়ায় যানজট ও জনদুর্ভোগ মুক্ত করার লক্ষে সিও অফিস বাসস্ট্যান্ডে একটি ওভারব্রিজ নির্মাণ ব্যবস্থা করা হবে ।

যানজট নিরসন ও ওভারব্রিজ ব্যাপারে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সঙ্গে মুঠোফোনে কথা বলে জানায়, বর্তমানে পৌর প্রশাসক হিসেবে ওভার ব্রিজের কোন পরিকল্পনা আছে কি না এ ব্যাপারে আমার জানা নেই, তবে জেনে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করবো।

আরবি/জেডআর

Link copied!